We Want Reschedule of Early Examination Taking Of 3rd Semester University Of Calcutta
This petition made change with 10,016 supporters!
দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে সবে মাত্র 2½ মাস পার করলাম
মাঝখানে কলেজ এর ৮০ % অ্যাটেনডেন্স সামাল আর তারপর এই পুজোর পুরো সপ্তাহ ধরে হই চই কাটিয়ে
প্রিপেশন নেবার এটাই সময় পেয়েছিলাম। কলেজ খোলা মাত্র প্রাকটিকাল ,টিউটোরিয়াল ,ইন্টারনাল,এসব মাঝেই চলে যাবে আরো কিছু সময়। আমরা পারবো না এই অল্প সময়ে এতটা প্রেসার নিতে
বাড়িতে প্রস্তুতি নেবার সুযোগ আমাদের দেয়া হক। প্রথম সেমিস্টার এর পরীক্ষা কে আমাদের তৃতীয় সেম এর পরীক্ষার সঙ্গে পরিবর্তন করা হোক।
আমরা CBCS পদ্ধতি তে প্রথম বছর পরীক্ষা দিয়েছিলাম- ডিসেম্বর এর শুরুতে। তাহলে আমাদের ছোট ভাই বোন গুলো তাই পারবে বলে আমরা আশা করি।
আমাদের ওপর এই কঠোর পদক্ষেপ না নিয়ে একটু ছাত্র ছাত্রী দের কথা বিশ্ববিদ্যালয় এর ভাবা উচিত।