We Demand strict Action against Mohua Maitra the member of TMC party

We Demand strict Action against Mohua Maitra the member of TMC party

Started
6 July 2022
Signatures: 18Next Goal: 25
Support now

Why this petition matters

Started by Bishal Adak

Recently we have noticed many political leaders and non Hindus make disrespectful comments on our Hindu gods.

Few days ago TMC party memeber Mohua Maitra speak disrespectful comments about Ma Kaali . Without knowing about her how can Mohua speak false statements about Hindu Devi Ma Kaali .

শাস্ত্র বলছে, মা কালী হচ্ছেন শিবের সাধ্বী স্ত্রী। তিনি শিবের উচ্ছিষ্ট গ্রহণ করেন। 

শিব নিরামিষ ভোজন করে থাকেন। তাই মা কালীও কখনই আমিষাশী নন। 

 

তাহলে কেন তাঁর নইবেদ্য হিসেবে পশুর বলি দিতে হয়? শিব এবং কালী দুজনেই যক্ষীনি, ডাইনী ইত্যাদিকে আশ্রয় দিয়ে থাকেন। তারা রক্ত-মাংস ভক্ষণ করে থাকেন। 

তাই তাঁদের জন্যই পশুর মাংস বলি হিসেবে নিবেদন করা হয় মা কালীকে।

 

শাস্ত্র সম্পর্কে না জেনে উল্টো পাল্টা মন্তব্য করাই হলো এদের কাজ চার আনার নেত্রী মহুয়া মৈত্র আর যারা সমর্থন করছে।

মদ কালীকে নিবেদন করা হয় না। মদ দিয়ে দেবীর তর্পণ হয়।

 

অবশ্য এটা Mohua জানেননা বলেই হুইস্কি দিয়ে কালী পুজো করার কথা বলেছেন। মাসীমা হলেন সেই ক্যাটাগরি যারা তারাপীঠ যায় হোটেলের ঘরে বসে নিরুপদ্রবে মদ খাবে বলে। আদতে কারণবারীর সাথে যে তন্ত্রসাধনার সম্পর্ক সেই সাধনা সম্পর্কে বিন্দু বিসর্গও এনারা জানেন না।

 

শাস্ত্রমতে মদের বিকল্প দেওয়ার কথা। আর তন্ত্রমতে কিছু করণক্রিয়া রয়েছে যেটা আভিচারিক কর্ম। তাতে মদ লাগে। সেটাও হুইস্কি নয়। পঞ্চ ম-কারের যে পুজো তাতে সামবেদী মতে ইক্ষুগুড়, আদা এবং হলুদ বাটা দিয়ে সুরা তৈরি হয়। আর যজুর্বেদীয় মতে মহুয়া ফুলের রস দিয়ে তৈরি হবে (কিন্তু সেক্ষেত্রে তো আবার ওনার মহুয়া ফুলের রস পছন্দ নয়। ইতিপূর্বেই কোর্ট কেস করে সেকথা তিনি ঘোষণা দিয়েছেন।)। শাস্ত্রে এটাও উল্লেখ রয়েছে যে, কাঁসার পাত্রে ডাবের জল এবং তামার পাত্রে দই দিলেও তা মদ-তুল্য।

 

আসলে অল্পবিদ্যা ভয়ংকরী। ক্যালকেশিয়ান কালচারে অভ্যস্ত Mohua জানেননা যে কারণবারী আর মদ এক নয়। Mohua অবশ্য এসব জানার কথাও নয়। কারন Mohua

 তন্ত্রসাধক তো আর নন। তাই তন্ত্রের কথা আর কি করেই বা জানবেন।   ক্যালকেশিয়ান কালচারের চিরবৈশিষ্ট্য। ওনারা ভাবেন ওনারাই সব জানেন এবং বোঝেন। আর বাকস্বাধীনতার নামে ওনারা যা খুশি বলতে পারেন।

 

এই প্রসঙ্গেই আসে দ্বিতীয় বিষয়টি। এক তো যা বলেছেন তা ভুল বলেছেন। দ্বিতীয়ত কি উদ্দেশ্য নিয়ে বলেছেন?

 

উদ্দেশ্যটি যে বিশেষ সৎ নয় তা Mohua বলার ধরনেই এবং পূর্বের ধারাবাহিক হিন্দুফোবিয়া খেয়াল করলেই বোঝা যায়। এই তো কদিন আগেই নুপূর শর্মা একটি ফ্যাক্ট বলেছিলেন, তখন এই মাসীমাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাণী ঝেড়েছিলেন, দায়িত্বের কথা মনে করিয়েছিলেন। আজ মাসীমা নিজেই সেসব ভুলে মেরে দিলেন। ভুলে যাওয়াটা ইচ্ছাকৃত অবশ্যই। 

 

কদিন আগেই নুপূর শর্মার বক্তব্য নিয়ে যখন তারই সাংসদীয় এলাকায় একদল "দুষ্কৃতি" বিশাল হাঙ্গামার সৃষ্টি করেছিল তিনদিন ধরে তখন কিন্তু Mohua কিছু বলতে শোনা যায়নি। কারন তারা Mohuar ভোট ব্যাঙ্ক। তাই Mohua কিছু বলেননি। কিন্তু মা কালীকে নিয়ে সহজেই বলা যায়। কারন মা কালীর ভক্তরা সংখ্যায় বেশী হলেও একজোট নয়। নানা মতে নানা ধর্মে বিভক্ত হয়ে, প্রত্যেকে নিজ নিজ গুরু বা মতের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যস্ত হয়ে পরায় এটাই ভুলে গেছে আদতে শিকড়টা একই। সেই শিকড় যে বা যারা কাটার চেষ্টা করছে তাদের বিনাশ না করলে কোন মত বা পথই ভবিষ্যতে রক্ষা পাবেনা।

 

যে ভূমিতে মায়ের এতোগুলি পীঠ আছে সেখানে কোন মত বা পথের পক্ষ থেকে এখনও কোন প্রতিবাদ এলোনা। যেটুকু প্রতিবাদ হচ্ছে তা বিজেপির পক্ষ থেকে আর সর্বোপরি সাধারন ভক্তদের মধ্যে থেকে।

 

মাসীমা এখন রামপ্রসাদ, রামকৃষ্ণ পরমহংসের উদাহরন দিচ্ছেন বা ঘুরিয়ে এদের উদাহরন টেনে এনে নিজেকে জাস্টিফাই করতে চাইছেন। রামকৃষ্ণ, রামাপ্রসাদরা সাধনার যে শিখরে পৌছাতে পেরেছিলেন চালচুরি, চাকরিচুরি এবং তোষণের সাধনা করে সেই জ্ঞান লাভ করা কখনই সম্ভব নয়। কাজেই উনি চাল চুরি, চাকরি চুরি, তোষন এবং ভন্ডামী নিয়েই থাকুন। মাকে নাহয় তাঁর ভক্তদের জন্য ছেড়ে দিন। 

 

নূপুর শর্মা যা বলেছিলেন তা অপ্রাসাঙ্গিক হলেও ফ্যাকচুয়াল। Mohua যা বলেছেন তার প্রামান্য দলিল দাখিল করে প্রমান করুন হুইস্কি দিয়ে মায়ের পুজোর কথা কোথায় বলা আছে, কারণবারী মানে যে বাজারী মদ তা প্রমান করুন, নাহলে ক্ষমা চান। 

 

মাসীমা তুমি সেকুলারি কপচেছ, উস্কানি দিয়েছ, কিন্তু কেওড়াতলার ওপার এখনও দেখোনি। 

Support now
Signatures: 18Next Goal: 25
Support now