রাসেল ডোমিঙ্গোর চুক্তি বাতিল করা হোক

রাসেল ডোমিঙ্গোর চুক্তি বাতিল করা হোক
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো'র সঙ্গে বিসিবি'র বর্তমান ও আসন্ন চুক্তি বাতিল চাই। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ার পরে তৎকালীন কোচ স্টিভ রোডস'কে চাকুরিচ্যুত করা হয়েছিল, অথচ এখন রাসেল ডোমিঙ্গোকে বেতন বাড়িয়ে চুক্তি নবায়ন করতে হবে?
রাসেল ডোমিঙ্গো'র ব্যর্থতার সূচক বা মাপকাঠিতো শুধু খেলার মাঠে পরাজয়ের মধ্যে নয়। ম্যাচ আমরা হারতেই পারি। কিন্তু, সিনিয়র ক্রিকেটারদের সাথে মানসিক সংঘাতে জড়ানো, খেলোয়াড়দের পরস্পরের মাঝে দূরত্ব তৈরি, পিচ রিড করতে ভুল করা, একাদশ নির্বাচনে বিচক্ষণতা দেখাতে না পারা, খেলা চলাকালীন সময়ে পরিবর্তীত পরিস্থিতিতে কৌশল নির্ধারণে অপারগতা - Bangladesh Cricket Team cannot afford these misdeeds anymore.
আপনি কি এই পিটিশনের সাথে একমত হয়ে রাসেল ডোমিঙ্গো'র বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ পদ থেকে অপসারণ চান?