রানাঘাট নয় নতুন জেলা হোক দক্ষিণ নদীয়া

রানাঘাট নয় নতুন জেলা হোক দক্ষিণ নদীয়া

Started
1 August 2022
Petition to
West Bengal government (Nabanna)
Signatures: 64Next Goal: 100
Support now

Why this petition matters

Started by Sumit Datta

মাননীয়া মুখ্যমন্ত্রী   আপনি ১'লা আগস্ট ২০২২ নতুন সাতটি জেলার নাম ঘোষণা করলেন। তার মধ্যে আমাদের নদীয়া জেলা ভেঙে রানাঘাট জেলার সৃস্টি হচ্ছে।একটি নতুন জেলার সৃস্টি হলে প্রশাসনিক ভাবে সেই জেলার লোক কিছু সুবিধা পায়।একটি বড় জেলার সীমানায় বসবাসকারী মানুষদের কাছে জেলা সদর বা জেলা হাসপাতাল অনেকটা দুর হয়ে যায়। তাই জেলা ছোট হলে এইসব ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাওয়া যায়।কিন্তু একজন শান্তিপুরবাসী হয়ে নতুন জেলার নামকরন নিয়ে আমি আপত্তি ও প্রতিবাদ জানাই।শান্তিপুরের সাথে সাথে নদীয়াবাসী বলেও আমি বা আমরা গর্ব অনুভব করি।পশ্চিম বঙ্গের অন্যান্য জেলায় বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নদীয়ার মানুষকে একটা আলাদা শ্রদ্ধার দৃস্টিতে দেখে।নদীয়ার ইতিহাস,নদীয়ার সংস্কৃতি, নদীয়ার শুদ্ধ উচ্চারিত বাংলাভাষা সর্বোপরি শ্রী শ্রী নিমাই চৈতন্যর জন্মভূমি এই জেলার মহিমা অপার।শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র এই নদীয়ার অধিবাসীদের গরিমা বহন করে এই "নদীয়া" নামটা। তাই নতুন সৃষ্টি জেলার নাম নিয়ে আমি আপত্তি জানাই।মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখি

রানাঘাটের পরিবর্তে এই জেলার নাম দক্ষিণ নদীয়া রাখা হোক। এর আগেও জেলা ভেঙে নতুন জেলা তৈরি হয়েছে।চব্বিশ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছে। দিনাজপুর, মেদিনীপুর, বর্ধমান ভেঙে মুল নামের সাথে দিক (উত্তর, দক্ষিণ, পূর্ব,পশ্চিম) জুড়ে দেওয়া হয়েছে।একইভাবে নদীয়ার ক্ষেত্রে করা হোক।আসুন আমরা এই জেলার প্রতিটি সচেতন ও সুশিল নাগরিক বৃন্দ দলমত নির্বিশেষে সরকারের কাছে এই আবেদন রাখি।

আসুন আপনারাও সামিল হন যদি নদীয়া করতেই হয় তাহলে হোক নদীয়া উত্তর ও নদীয়া দক্ষিণ ।

 

Support now
Signatures: 64Next Goal: 100
Support now