জ্বালানী তেলসহ খাদ্যপণ্যের দাম কমাও

জ্বালানী তেলসহ খাদ্যপণ্যের দাম কমাও
Why this petition matters

‘নুন আনতে পান্তা ফুরায়’ - এই যখন দেশের বেশিরভাগ মানুষের বাস্তবতা, তখন নতুন করে জ্বালানী তেল এর মূল্যবৃদ্ধি বাড়িয়েছে খাদ্যসহ সকল পণ্যের দাম। মানুষ এখন সংকটে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ঝুঁকিতে। জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন, “এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।”
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের স্বাধীনতাকে ব্যর্থ হতে দিতে পারিনা। বিপিসিকে লাভজনক করতে দেশের আপামর জনসাধারণকে আপনি লোকসানের মধ্যে ফেলবেন না। মানুষ খেয়ে-পরে শান্তিতে থাকলে তারাই একসময় নিজেদের উৎপাদনশীলতা দিয়ে দেশের জিডিপিকে সমৃদ্ধ করবে। বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পখে।
দেশের যুব সমাজের স্বেচ্ছাব্রতী জাগরণী মঞ্চ ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’ তাই অবিলম্বে জ্বালানী তেলসহ সকল খাদ্যপণ্যের দাম কমানোর দাবী জানাচ্ছে। এই দাবীতে সকলেই সোচ্চার হোন। ধন্যবাদ।