চাকুরীর দরখাস্তে ব্যাংক ড্রাফট নেয়া নিষিদ্ধ করুন (No fee can be charged from job seekers)

চাকুরীর দরখাস্তে ব্যাংক ড্রাফট নেয়া নিষিদ্ধ করুন (No fee can be charged from job seekers)
Why this petition matters

No fee can be charged from job seekers
চাকুরীর দরখাস্তের সাথে ব্যাংক ড্রাফট নেয়াটা যেন গোদের উপর বিষ ফোঁড়া! স্বেচ্ছাব্রতী যুব সংগঠন ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার দীর্ঘদিন থেকে এটা বন্ধের দাবী জানিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ডঃ আতিউর রহমান তাঁর দায়িত্ব পালনকালে ব্যাংকগুলোর আবেদনে ব্যাংক ড্রাফট নেয়ার সিষ্টেম বাতিল ঘোষণা করেছিলেন। অন্য কোথাও সেটাও বলবৎ হয়নি।
একজন চাকুরী প্রার্থী কেবল একটিমাত্র দরখাস্ত করেন না, চাকরীর এই দুর্মূল্যের বাজারে কাউকে কাউকে শতাধিক আবেদন করতে হয়। প্রতিবার ৫০০ টাকা প্রায় ব্যাংক ড্রাফট জমা দিতে হলে একজন চাকরী প্রার্থীকে কত টাকা দিতে হয় ভেবে দেখেছেন? এটা কি বন্ধ হওয়া উচিত নয়?
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, অবিলম্বে দেশের সকল প্রতিষ্ঠানে চাকরীর আবেদন পত্রের সাথে ব্যাংক ড্রাফট জমা নেয়াকে নিষিদ্ধ করুন।
অনুগ্রহ করে এই দাবীটি জনস্বার্থে বেশি বেশি প্রচার করুন। ধন্যবাদ।